বাংলাদেশি সেরা ১০ টি এফিলিয়েট মার্কেটিং সাইট

affiliates list

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
প্রিয় পাঠক, আসসালামু আলাইকুম।
আজকের আর্টিকেলে আপনাদের সাথে বাংলাদেশের সেরা ১০ টি এফিলিয়েট সাইটের বিস্তারিত আলোচনা করবো।

এফিলিয়েট / অ্যাফিলিয়েট পোগ্রাম কি?

অ্যাফিলিয়েট প্রোগ্রাম হল এক ধরনের বিপণন ব্যবস্থা যেখানে এফিলিয়েট রা প্রতিটি ভিজিট, সাইনআপ বা বিক্রয়ের জন্য একটি কমিশন পায়। সহজভাবে বলতে গেলে, একটি অ্যাফিলিয়েট হল এমন একটি ব্যক্তি বা ব্যবসা যেটি তাদের আলাদা রেফারেল লিঙ্ক বা কোডের মাধ্যমে একটি পণ্য বা পরিষেবা প্রচার করে সেই পণ্য বিক্রি করে দেয়া। যখন একজন গ্রাহক সেই লিঙ্কে ক্লিক করেন এবং ক্রয় করেন, তখন অ্যাফিলিয়েট কারী (যিনি রেফারেল লিংটি প্রমোট করে) একটি কমিশন উপার্জন করে। এটি ব্যবসায়ি এবং অ্যাফিলিয়েট পাবলিশারের উভয়ের জন্যই এটি একটি লাভবান পন্থা, কারণ এটি একটি ব্যবসাকে নতুন গ্রাহকদের কাছে পৌঁছাতে এবং ব্যবসার বৃদ্ধি বেশী বিক্রি এবং অ্যাফিলিয়েটকে অনলাইনে অর্থ উপার্জন করতে পারে। বর্তমানে, অনলাইনে বিভিন্ন ধরনের অ্যাফিলিয়েট প্রোগ্রাম রয়েছে, যেমন pay-per-sale, pay-per-lead এবং pay-per-click।
এই গুলো হলো প্রতিটা সেলে কমিশ, প্রতি একাউন্ট এ কমিশন এবং প্রতিটা ক্লিকে কমিশন।

এবং উক্ত সাইটগুলোতে আপনি কিভাবে একাউন্ট রেজিস্ট্রেশন করতে পারেন পাশাপাশি কিভাবে আপনি আপনার এপ্রিলের লিংকগুলোকে প্রমোশন করবেন তার বিস্তারিত আলোচনা করা হবে আপনার অবশ্যই মনোযোগ সহকারে ব্লগ টি পড়বেন।

যেই সকল সাইটে কাজ করে আপনারা ভালো একটি এমাউন্ট আর্নিং করে পারেন। এই সকল সাইট প্র্যত্যেক পণ্যের উপর পায় ৩ থেকে ৭০% পর্যন্ত কমিশন দিয়ে থাকে। পাশাপাশি আপনারা চাইলে ব্যাংকের এর বিকাশের অর্জিত কমিশন এর টাকা নিতে পারেন।

বাংলাদেশে অনলাইনে কেনাকাটার কেমন প্রচলন না থাকায় আপনাদের প্রাথমিক অবস্থায় সেল বা কমিশন কম আসবে। কিন্তু ধীরে ধীরে আপনি অন্যদের চেয়ে ভালো করতে পারবেন।

আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে প্রতিনিয়ত কাজ করে যেতে হবে আপনি আপনার কাস্টম বা এপ্রিলের লিংকগুলোকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে নিয়মিত প্রমোট করতে হবে।

আপনি সোশ্যাল মিডিয়া হিসেবে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম জিমেইল লিংক দেন টুইটার এবং ব্যানার হিসেবে ব্যবহার করতে পারেন আপনি যদি আপনার তাহলে আপনি চাইলে আপনার লিংক গুলোকে ফেসবুক অথবা google ads এর মাধ্যমে প্রমোট করতে পারেন। ফেসবুক অথবা গুগলের মাধ্যমে প্রমোট করলে আপনার টাকা পয়সা খরচ হবে। এক্ষেত্রে আপনার সেলও অনেক বেশি আসবে।

নিচে আপনাদেরকে কয়েকটি সোশ্যাল মিডিয়ার নাম দেওয়া হবে যেগুলোতে আপনি আপনার কাঙ্খিত পণ্যগুলোকে প্রমোশন করে ইনকাম করতে পারবেন।
  • ফেসবুক
  • ইউটিউব
  • ইনস্টাগ্রাম
  • টুইটার
  • ইমেইল
  • ব্যানার
  • অনলাইন বিজ্ঞাপন
  • অফলাইন বিজ্ঞাপন
  • ইত্যাদি……

বাংলাদেশের সেরা ১০ টি এফিলিয়েট প্রোগ্রাম হলোঃ

  1. Daraz
  2. BD SHOP
  3. Rokomari
  4. Bohubrihi
  5. Putul Host
  6. 10 Minutes School
  7. Diana Host
  8. Sohoj Affiliates
  9. Arogga
  10. Foodpanda


1. Daraz Affiliate Program

Daraz এফিলিয়েটস প্রোগ্রাম আপনাকে অনলাইনে দারাজ পণ্যের প্রচার ও বিক্রয় করে কমিশন উপার্জন করার সেরা সুযোগ দেয়। আপনি সহজেই সাইন আপ করতে পারেন এবং কাজ শুরু করতে পারেন।   আপনাকে যা করতে হবে তা হল আপনার সোস্যাল মিডিয়ায়  Daraz অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করুন৷ দারাজ বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শপ। তাই অ্যাফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে দারাজের সাথে কাজ করে প্রতি মাসে অনেক টাকা আয় করতে পারবেন।
দারাজ এফিলিয়েট প্রোগ্রাম হল সবার জন্য অনলাইনে অর্থ উপার্জন করার একটি দুর্দান্ত সুযোগ যা ইতিমধ্যেই Daraz অনলাইন শপে রয়েছে৷ দারাজ এফিলিয়েট কমিশন রেট ২ থেকে ১৮% পর্যন্ত। যা আপনাকে সহজেই অনলাইনে অর্থ উপার্জন করতে সহায়তা করতে পারে৷ আপনার দারাজ এফিলিয়েট একাউন্টে ১০০ টাকা জমা হলে আপনি বিকাশ অথবা ব্যাংকে উইথড্র বা ট্রান্সফার করতে পারবেন। আপনি মাত্র কয়েকটি স্টেপ ফলো করেই তারা এফিলিয়েট একাউন্ট খুলতে পারবেন। এবং আপনার যে কোন সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইউটিউব, হোয়াটস অ্যাপ, ইমু, মেসেঞ্জার, টুইটার, মেইল   প্লাটফর্মে আপনি আপনার এফিলিয়েট লিংক শেয়ার করে পণ্য বিক্রি করাতে পারলে আপনি দারাজ থেকে কমিশন পাবেন।

2. BDSHOT Affiliate Program

বিডি শপে বিকাশ, রকেট, ব্যাংক ট্রান্সফার বা নগদ সহ দেশের সকল লোকাল পেমেন্ট পদ্ধতি সাপোর্ট করে। যখন আপনি কমপক্ষে ৫০০০ টাকা আয় করবেন এবং আপনি সপ্তাহে একবার কমিশন উঠাতে পারবেন। বিডি শপ সাপ্তাহিক ভিত্তিতে অর্থ প্রদান করে, তাই এটি আপনার জন্য আরও বেশি উপার্জন করতে সহায়তা করবে। যেহেতু এখানে সকল বিকেল পণ্য বিক্রি হয় তাই আপনি এখান থেকে আপনার লেভেল অনুযায়ী ৩-৭% পর্যন্ত কমিশন পেতে পারেন।

3. Rokomari Affiliate Program

আমার কাছে সবচেয়ে জনপ্রিয় এফ মাধ্যমগুলোর মধ্যে দারাজের পরবর্তী স্থানে রয়েছে রকমারি. রকমারি অ্যাফিলিয়েটে অন্তর্ভূক্ত প্রতিটি পণ্যে নির্দিষ্ট পরিমাণ কমিশন দেয়া আছে। প্রোডাক্ট ভেদে সেটা ৪৫% পর্যন্ত হতে পারে।আপনার অ্যাফিলিয়েটের লিংক থেকে কেউ কোনো প্রোডাক্ট অর্ডার করলেই তাঁর জন্য নির্ধারিত কমিশন আপনারড্যাশবোর্ডে দেখতে পারবেন এবং প্রোডাক্ট ডেলিভারি হওয়ার ১৫ দিন পরই কমিশন অ্যাফিলিয়েটের ওয়ালেটে যুক্ত হয়ে যাবে। 
প্রতিমাসে একটি নির্দিষ্ট দিনে যেসকল অ্যাফিলিয়েটের ওয়ালেটে ৫০০ টাকার বেশি কমিশন জমা হবে তাদের নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা পাঠিয়ে দেয়া হবে। আপাতত রকম আলী থেকে আপনি শুধুমাত্র বিকাশ একাউন্টেই বা অন্যান্য মোবাইল ফিনিশিয়াল সার্ভিসেই টাকা উঠাতে পারবেন ভবিষ্যতে মোবাইল সার্ভিস বিকাশ নগদ রকেট উপায় এর পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট ও অ্যাড হবে তবে বিকাশ থাকাতেই আমাদের সুবিধা। টাকা বিকাশ একাউন্টে চলে আসে। আপনার শেয়ার করা লিংকে কেউ ক্লিক করলে তাঁর ৭২ ঘন্টার মধ্যে সে অ্যাফিলিয়েটের প্রোডাক্ট লিস্টে অন্তর্ভূক্ত যেকোনো পণ্য কিনলেই কমিশন যুক্ত হবে। বর্তমানে আপনি রকমারিতে বই এর পাশাপাশি অন্যান্য ইলেকট্রনিক্স পণ্য সামগ্রীতেও কমিশন পাবেন।

4. Bohubrihi Affiliate Program

এফিলিয়েট একাউন্ট খুলতে কোন ফি প্রয়োজন নেই. আপনি এখনই শুরু করতে পারেন! আপনার ব্লগ বা ওয়েবসাইট না থাকলেও আপনি Facebook, Youtube, Email এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করে প্রচার করতে পারেন।
আরও তথ্য-
  • প্রতিটি বিক্রয়ে 20% কমিশন
  •  লিংকে ক্লিক করার পরবর্তী ৩০ দিনের মধ্যে কোন পণ্য কিনলেই কমিশন পাবেন।
  • প্রতি সপ্তাহে পেমেন্ট করা হবে ।
  •  কোন ন্যূনতম বিক্রয় প্রয়োজন নেই
  • একাউন্ট খুলতে আপনার সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগবে।

5. Putul Host Affiliate Program

পুতুল হোস্ট এফিলিয়েট একাউন্টে রেজিস্টার করার পর রেফার লিংক এবং আমাদের ব্যানার আপনার ওয়েবসাইট অথবা ব্লগে অ্যাড করে আপনি ইনকাম করতে পারবেন অথবা রেফার লিংক শেয়ার এর মাধ্যমেও ইনকাম করা যাবে রেফার লিংক বা ব্যানারে ক্লিক করে কেউ সার্ভিস কিনলেই আপনি কমিশন পেয়ে যাবেন, যতবার কিনবে ততবার কমিশন পাবেন।

অর্ডার করার পর ৭ দিন পেন্ডিং থাকবে ব্যালেন্স এরপর ৮ দিনে আপনার একাউন্টে টাকা অ্যাড হয়ে যাবে। কমপক্ষে ৫০০ টাকা হলে টাকা উত্তোলন হলে করতে পারবে
ন।

ক্ষেত্রে আপনাকে কিন্তু শর্তাবলী মেনে চলতে হবে যেমন আপনি আপনার রেফারিং থেকে নিজে অর্ডার করতে পারবেন না বা একই ব্যক্তি একাধিক অর্ডার করতে পারবেনা। আপনি এফিলেট একাউন্ট খোলার আগে অবশ্যই পুতুল হোস্ট এর অফিসিয়াল ইন্সট্রাকশন দেখে নিবেন। Click Here
পুতুল হোস্টে কিছু প্যাকেজের উপর আপনাকে কমিশন দিবে


  • বেসিক ওয়েব হোস্টিং - ১০ % কমিশন
  • প্রো ওয়েব হোস্টিং - ১০ % কমিশন
  • প্রিমিয়াম ওয়েব হোস্টিং  - ১০ % কমিশন
  • বিডিআইএক্স হোস্টিং  - ১০ % কমিশন
  • রিসেলার ওয়েব হোস্টিং  - ৩ % কমিশন
  • বিডিআইএক্স ওয়েব হোস্টিং  - ৩ % কমিশন
  • ভিপিএস সার্ভার  - ৫ % কমিশন
  • ইমেইল হোস্টিং -  ৩% কমিশন
  • রেডিও হোস্টিং   - ৩% কমিশন
  • ওয়েবসাইট ডিজাইন -  - ২০% কমিশন
  • গ্রাফিক্স ডিজাইন  - ১০ % কমিশন
  • WHMCS ইন্সটল সেটাপ  - ১০ % কমিশন
পুতুল হোস্টে আপনি এ সকল সার্ভিস বিক্রি করাতে পারলে পণ্যের দামের উপর উপরে দেওয়া পার্সেন্টে অনুসারে কমিশন পাবেন ।


6. 10 Minutes School 

বাংলাদেশের অন্যতম সেরা এফিলিয়েট  প্ল্যাটফর্ম হল ১০ মিনিট স্কুল। প্রতি সেলে আপনারা ১৫% - ২২% কমিশন পাবেন।  আপনার অ্যাফিলিয়েট লিংক থেকে ৭ দিনের মধ্যে কেউ কোর্স কিনলে সেটি আপনার ড্যাশবোর্ডে সেল হিসেবে যুক্ত হবে। আপনার কমিশনের টাকা প্রতি ১০ কর্মদিবস পরপর বিকাশ এর মাধ্যমে আপনাকে পাঠানো হবে!

টেন মিনিট স্কুলের এফিলিয়েট ড্যাশবোর্ড অনেক সুন্দর এবং ক্লিন আপনি খুব সহজে তা বুঝতে পারবেন । মাত্র ২ মিনিটে মোবাইল নাম্বার ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে পারবেন।  তারপর আপনি ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনার লিংক শেয়ার করে টাকা আয় করতে পারবেন।

7.Diana Host Affiliate Program

বাংলাদেশের সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে জনপ্রিয় এফিলিয়েট প্ল্যাটফর্ম গুলোর মধ্যে অন্যতম হচ্ছে ডাইনাহোস্ট । প্রায় ৪০ থেকে ৫০ টি প্যাকেজের মধ্যে এফিলিয়েট করে ইনকাম করতে পারবেন। নিচে আমি ডাইনাহোস্ট এর সকল কমিশন রেট ছবি আকারে দিয়ে দেব পাশাপাশি আপনাদের কে একটি লিংক দেবো যেখানে আপনারা ক্লিক করে সরাসরি যেতে পারবেন এবং অবশ্যই সেখানে আপনি আপনার কাঙ্খিত পন্যটির কমিশন রেট দেখে প্রমোট করবেন।

আপনি ডাইনাহোস্ট এর এফিলিয়েটর হিসেবে যোগ হতে পারেন এবং আপনার প্রিয় পণ্যগুলি ছড়িয়ে দিতে সহায়তা করতে পারেন এবং আপনি আপনার প্রচেষ্টার জন্য অনেক বেশী পরিমান কমিশন পেতে পারেন৷ আপনাকে প্রতিটা পন্য সেলে কমিশন দেয়া হবে।
Basis Member
বাংলাদেশের সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে জনপ্রিয় এফিলিয়েট প্ল্যাটফর্ম গুলোর মধ্যে অন্যতম হচ্ছে ডাইনাহোস্ট । প্রায় ৪০ থেকে ৫০ টি প্যাকেজের মধ্যে এফিলিয়েট করে ইনকাম করতে পারবেন। নিচে আমি ডাইনাহোস্ট এর সকল কমিশন রেট ছবি আকারে দিয়ে দেব পাশাপাশি আপনাদের কে একটি লিংক দেবো যেখানে আপনারা ক্লিক করে সরাসরি যেতে পারবেন এবং অবশ্যই সেখানে আপনি আপনার কাঙ্খিত পন্যটির কমিশন রেট দেখে প্রমোট করবেন।

আপনি আপনার কাঙ্ক্ষিত কমিশন বিকাশ ব্যাংক অথবা পেওনিয়ার মাধ্যমে নিতে পারবেন। আপনার লিংকে ক্লিক করার পরবর্তী ৩০ দিনের মধ্যে কেউ কোন কিছু কিনলে সেটির উপর আপনি কমিশন পাবেন। বাংলাদেশের মধ্যে একমাত্র ডাইনোহোস্ট আছে যারা খুব দ্রুত এবং অনেক ভালো অপশন রেখেছে এফিলিয়েটদের জন্য।

8.Sohoj Affiliates Program

সহজ এফিলিয়েটে বিনামূল্যে একাউন্ট খুলে কাজ শুরু করতে পারবেন । স্টেপ বাই স্টেপ গাইডলাইন এবং টারগেট আপনাকে এগিয়ে নিয়ে যাবে লক্ষ্যে। আপনার ওয়েবসাইট, ইন্সটাগ্রাম, টুইটার, টেলিগ্রাম গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, ফেসবুক পেজ, গ্রুপ বা ইউটিউব চ্যানেলের ভিজিটরকে টাকায় পরিনত করুন। তাদের কাছে আপনি আপনার পন্যগুলো শেয়ার করে অনেক টাকা আয় করতে পারবেন। 

অন্যদের এফিলিয়েট প্রোগ্রামে ইনভাইট করে আজীবন বাড়তি ১০% কমিশন আয় করতে পারবেন। মাত্র ৫০০ টাকা হলেই উত্তোলন করতে পারবেন। এছাড়াও প্রতিটা লেভেল রয়েছে দারুন সব বোনাস। এখনি রেজিস্ট্রেশন করুন।

Refer Code: 35359

রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন এবং পেয়ে জান ১০% বোনাস। Registration Now


9.Arogga Refer Program

আরোগ্য হচ্ছে একটি মেডিসিন বা ওষুধ বিক্রির একটি অন্যতম জনপ্রিয় ওয়েবসাইট বা অ্যাপ । আরোগ্য অ্যাপ থেকে আপনারা খুব সহজেই ঘরে বসে অল্প দামে প্রায় ৭৬% ডিসকাউন্টে ওষুধ অর্ডার করতে পারবেন। আপনি নিচে দেয়া লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করবেন। তারপর রেফার কোড নামে একটা অপশন পাবেন ওইখানে গিয়ে এই রেফার JLKZ5W করতে দিবেন দেওয়ার পরে আপনাকে একটি ইউনিক রেফার কোড দেওয়া হবে আপনি ওই রেফার কোডটি কাস্টমার বা আপনার পরিবার-পরিজন বন্ধু-বান্ধব সবাইকে শেয়ার করবেন তখন তারা যদি আরোগ্য অ্যাপস ডাউনলোড করে আপনার রেফার করতে ব্যবহার করে কোন কিছু অর্ডার করে মানে কোন মেডিসিন অর্ডার করে তাহলে আপনি পেয়ে যাবেন প্রায় ৪০ টাকা বোনাস আপনি একজন গ্রাহকে সর্বোচ্চ একবার রেফার করতে পারবেন কেউ আপনার রেফার কোড ব্যবহার করে যদি অর্ডার করে তাহলে আপনি ৪০ টাকা বোনাস পাবেন। 

 এখানে কোন লিমিটেশন নাই আপনি যত খুশি ততজনকে রেফার করতে পারেন কিন্তু একটা সমস্যা বা লিমিটেশন আছে সেটা হচ্ছে আরোগ্য অ্যাপস থেকে বর্তমানে বিকাশ বা ব্যাংকে আপনার কমিশন টি তুলতে পারবেন না। আপনার কমিশনটি আপনি আরোগ্য অ্যাপস দিয়ে মেডিসিন বা ওষুধ অর্ডার করে খরচ করতে পারবেন। আপনাদেরকে আবারো বলছি অবশ্যই আপনারা আরোগ্য অ্যাপস একাউন্ট খোলার পরে এই রেফার কোড টি ব্যবহার করবেন JLKZ5W .


ঔষধ অর্ডার করুন ঘরে বসেই আরোগ্য এপ থেকে। রেফার কোডঃ JLKZ5W এপ ডাউনলোড লিংকঃ https://www.arogga.com/s/JLKZ5W/arw
আরোগ্য অ্যাপ ডাউনলোড করে ইনকাম করতে ক্লিক করুন। 


10. Foodpanda Affiliate Program

বাংলাদেশের মধ্যে অনলাইনে খাবার অর্ডার করার জন্য সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি পরিচিত হচ্ছে ফুডপান্ডা। ফুডপান্ডা থেকেও আপনারা রেফার অথবা এফিলিয়েট মাধ্যমে ইনকাম করতে পারবেন। ফুডপান্ডা থেকে আপনি প্রতিটি পণ্যের উপর প্রায় ৫% করে কমিশন পাবেন এর পাশাপাশি আপনি যখন কোন একটি খাবার রেফার করবেন সেই লিংকের মেয়াদ থাকবে সাত দিন তার মানে লিংক শেয়ার করার পরবর্তী সাত দিনের মধ্যে যদি কেউ অর্ডার করে তাহলে আপনি উক্ত পণ্যের উপর ৫% করে কমিশন পেতে পারেন। রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন


আশা করি এই ব্লগটি পরে আপনারা বেশ উপকৃত হয়েছেন। আপনারা চাইলে একাধিক প্লাটফর্ম এ কাজ করতে পারেন।
আজকের মত এখানেই বিদায় নিলাম।

বিকাশ একাউন্টের মালিকানা পরিবর্তন_
https://www.bengaliknight.xyz/2021/07/bkash-nagad-account-ownership-change.html


সিমের মালিকানা পরিবর্তন _
https://www.bengaliknight.xyz/2021/07/sim-ownership-change.html

জন্ম নিবন্ধন দিয়ে খুলুন বিকাশ স্টুডেন্ট একাউন্ট আর পেয়ে যান ১৪০৳ বোনাস।
বিকাশ অ্যাপ লিংক:👇 https://bka.sh/next?c=signup&uuid=C15Q9FRSS

Post a Comment

এখানে কমেন্ট/মন্তব্য করুন (0)

অপেক্ষাকৃত নতুন পোস্ট অপেক্ষাকৃত পুরনো পোস্ট